Header Ads

সাইফের প্রশংসা করে একি বললেন জোনাথন ট্রট!

 ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। টাইগার বোলাররা এদিনও ছিলেন দুর্দান্ত। আফগান ব্যাটাররা ছিলেন চাপে। দুর্দান্ত বোলিংয়ে আফগানদের মাত্র ১৪৩ রানেই থামিয়ে দেন টাইগার বোলাররা।


জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশ। এদিন দলের জয়ের নায়ক হয়েছেন এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আফগান বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন সাইফ। ৩৮ বলে ৬৪ রানের হার না মানা ইনিংসে দলকে জিতিয়েই ছেড়েছেন মাঠ। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রটের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন সাইফ হাসান। সংবাদ সম্মেলনে ট্রট বলেছেন, ‘প্রথমে বলব সে (সাইফ) অনেক ভালো খেলেছে। একটা বল গাছেও মেরেছে মনে হয়। দারুণ ক্লিন হিটিং। ফলে বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতে হবে।’

বাংলাদেশকে নিয়ে ট্রট আরও বলেছেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে। প্রতিপক্ষকে আপনার কৃতিত্ব দিতেই হবে। এশিয়া কাপে ম্যাচের আগে আমি মনে হয় বলেছিলাম, তারা এশিয়া কাপ জিতেছে। তবে আসলে তারা জেতেনি, ফাইনাল খেলেছে ৩ বার। বেশ গোছানো দল তারা। আমরা আসলে সেভাবে ভালো ক্রিকেট খেলিনি। এর আগেও শারজাহতে জিতেছি আমরা। এবার বাংলাদেশ এখানে এসে আমাদের হারিয়ে দিল।’

৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ অক্টোবর।

1 comment:

Powered by Blogger.