কানাডা সুপার সিক্সটি: সাকিবের মন্ট্রিয়াল টাইগার্সের দারুণ সূচনা
কানাডায় শুরু হয়েছে নতুন টি-টেন ফরম্যাটের ক্রিকেট উৎসব—কানাডা সুপার সিক্সটি। উদ্বোধনী ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয়ের হাসি ফুটিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন মন্ট্রিয়াল টাইগার্স। মিসিসিউগা মাস্টার্সকে তারা ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
ভ্যানকুভারে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মন্ট্রিয়ালের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই সাফল্য এনে দেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানা, যিনি প্রথম ওভারেই উইকেট তুলে নেন। যদিও রবি বোপারা দ্রুত আউট হলেও, সাইফ হাসান ও শোয়েব মালিক ৬১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন।
বিশেষ করে সাইফের ব্যাট ঝলসে ওঠে — তিনি মাত্র ১৫ বলে ৪৭ রান করেন, যাতে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। ইনিংসের শেষদিকে আবারও উদানার দুর্দান্ত বোলিংয়ে মিসিসিউগার রানের গতি থেমে যায়। নির্ধারিত ১০ ওভারে তারা থামে ৮ উইকেটে ১১৩ রানে। উদানা একাই তুলে নেন ৪ উইকেট।
লক্ষ্য তাড়ায় মন্ট্রিয়াল টাইগার্সের ওপেনাররা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। জশ ব্রাউন ও টম মুরসের উদ্বোধনী জুটি আসে ৪৬ রানের। মুর ১২ বলে ৩১ ও ব্রাউন ১৬ বলে ২৯ রান করেন। পরবর্তীতে দিলপ্রীত বাজওয়া ও রায়ান হিগিনসের ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মন্ট্রিয়াল টাইগার্স।
হিগিনস ৮ বলে অপরাজিত ১৬ ও বাজওয়া ১৩ বলে ২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
সাকিব যদিও বোলিংয়ে মাত্র এক ওভার করেন (৯ রান), তবুও দলের নেতৃত্বে এনে দেন জয়ের সূচনা।
ফলাফল:
মিসিসিউগা মাস্টার্স – ১১৩/৮ (১০ ওভার)
মন্ট্রিয়াল টাইগার্স – ১১৬/৩ (৮.৪ ওভার)
মন্ট্রিয়াল টাইগার্স জয়ী ৭ উইকেটে।
Post a Comment