Header Ads

আফগানিস্তানের কাছে হোঁচট, ওয়ানডে সিরিজে পিছিয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে ফরম্যাটে শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের জন্য। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।


প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ২২১ রানে। শুরু থেকেই চাপের মুখে পড়ে টাইগাররা একের পর এক উইকেট হারাতে থাকে। যদিও মাঝের দিকে তাওহীদ হৃদয় লড়াইয়ের চেষ্টা করেন, তবু শেষ পর্যন্ত বড় জুটি গড়তে না পারায় বাংলাদেশ পায়নি জয়ের মতো রান।

জবাবে ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের ব্যাটাররা দারুণ সাবলীল ছিলেন। মাঝে মাঝে বাংলাদেশি বোলাররা উইকেট নিলেও সেটি ম্যাচের গতিপথ বদলাতে পারেনি। ১৭ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় তুলে নেয় আফগানরা।

এদিকে ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেন,ব্যাটিং বিভাগেই ঘাটতি ছিল দলের। তিনি বলেন, “আমাদের শুরুটা ভালো হয়নি। প্রথম ১৫ ওভারে অনেক উইকেট হারিয়েছি। উইকেটটা একটু টার্ন করছিল, ব্যাট করা সহজ ছিল না। হৃদয় ভালো ইনিংস খেলেছে, কিন্তু শেষ দিকে আমরা বড় পার্টনারশিপ গড়তে পারিনি। সেটিই মূল পার্থক্য।”

তিনি আরও বলেন করেন, “তবে এখনও সিরিজে সুযোগ আছে। বাকি দুই ম্যাচে ভালো করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি, সবাই ঘুরে দাঁড়াতে পারবে। এই উইকেটে ২৬০ রানের মতো তুলতে পারলে ফলটা অন্যরকম হতে পারত।” এখন চোখ থাকবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে — যেখানে টাইগারদের সামনে বড় চ্যালেঞ্জ নিজেদের ফেরানো এবং সিরিজে সমতা আনা।

No comments

Powered by Blogger.