Header Ads

ক্রিকেট গোল বলের খেলা, লক্ষ্য 'গোপন' রেখে মারুফা!

 ক্রিকেট গোল বলের খেলা, যেকোনো সময় মোড় ঘুরে যেতে পারে। তাই আগে থেকে ফলাফল নিয়ে এত ভাবেন না মারুফা আক্তার। বাংলাদেশি এই পেসার প্রমীলা বিশ্বকাপের শুরুতেই কেড়ে নিয়েছেন সবটুকু আলো। তাকে নিয়ে চারদিকে আলোচনা-মাতামাতি, আলোর রোশনাই। বিশ্বকাপে মারুফা কতদূর যেতে চান, তা অবশ্য গোপনই রাখলেন।


ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (৭ অক্টোবর) মাঠে নামছে বাঘিনীরা। তার আগে গোয়াহাটিতে বিডিক্রিকটাইম এর মুখোমুখি হন এই ক্রিকেটার। বিডিক্রিকটাইম এর এডিটর ইন চীফ মো. জাবেদ আলীকে দেওয়া সাক্ষাৎকারে জানান নিজের লক্ষ্যের কথা। 

বিশ্বকাপে নিজের লক্ষ্য 'সিক্রেট' জানালেও ইংল্যান্ড ম্যাচ নিয়ে পরিকল্পনা খোলাসা করে বলেন, 'চেষ্টা করব লাইন-লেন্থ ঠিক রেখে নিজের সেরাটা দেওয়ার। সমর্থকরা অনেক সাপোর্ট করে আমাদের। তাদের কাছে একটা জিনিসই চাইব- তারা যেন দোয়া করে। আমরা যেন ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে পারি।'

নামে কিংবা পরিসংখ্যানে ইংল্যান্ড ভীষণ শক্তিশালী। তবে পরিচিত কন্ডিশনে খেলা বলে ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিন বাংলাদেশকে নিয়ে সমীহের কথাই জানিয়েছেন। মারুফাও আশাবাদী, 'ফলাফল তো পরের ব্যাপার। ক্রিকেট গোল বলের খেলা। মোড় যেকোনো সময় ঘুরতে পারে। ম্যাচের পর বোঝা যাবে।'

এ সময় নিজের উদযাপন নিয়েও কথা বলেন ২০ বছর বয়সী এই তরুণী। জানান, 'প্ল্যানিং না, এটা চলে আসে। আমি আল্লাহকে শুকরিয়া জানাই। বাবা-মা সবসময় দোয়া করে। আজও আসার আগে কথা হয়েছে।

No comments

Powered by Blogger.