আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ৫ ক্রিকেটার
বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল)। আইপিএলের কোনো একটি দলের হয়ে খেলা পৃথিবীর যেকোনো দেশের ক্রিকেটারদের স্বপ্ন। কারণ সেখানে যেমন সম্মান পাওয়া যায় তেমনি পাওয়া যায় মোটা অঙ্কের অর্থও। অর্থাৎ সারাবিশ্বের যেকোনো ধরনের টুর্নামেন্ট থেকে আইপিএলে খেলা খেলোয়াড়রা অনেক অনেক বেশি অর্থ পেয়ে থাকেন। যার কারণে আইপিএল নিয়ে আগ্রহের শেষ নেই বিশ্ব ক্রিকেটারদের মাঝে।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ৫ জন ক্রিকেটার।
১. রিশভ পন্থ:
২০২৫ আইপিএলে নিলাম থেকে রিশভ পন্থকে ২৭ কোটি রুপিতে দলে ভেড়াই লখনৌ সুপার জায়েন্ট। আইপিএল ইতিহাসে এর আগে এর থেকে বেশি দাম পায়নি আর কোনো খেলোয়াড়।
২. শ্রেয়াস আইয়ার:
শ্রেয়াস আইয়ারকেও ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম থেকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে নিজেদের দলে জায়গা করে দেন পাঞ্জাব কিংসের প্রীতি জিনতা। এক আসরে রিশভ পন্থের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন শ্রেয়াস আইয়ার।
৩. মিচেল স্টার্ক:
২০২৪ সালের আইপিএলের মেগা নিলাম থেকে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সে সময় অর্থাৎ তখন পর্যন্ত আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন তিনি। কিন্তু ২০২৫ সালের নিলামের পর তিনি নেমে যান তৃতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায়।
৪. ভেঙ্কাটেস আইয়ার:
ভেঙ্কাটেস আইয়ারকেও ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তার এই মূল্যের জন্য তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকার চতুর্থ নম্বরে রয়েছেন।
৫. প্যাট কামিন্স:
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় ৫ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান বোলিং অলরাউন্ডার প্যাট কামিন্স। ২০২৪ সালের আইপিএলের মেগা নিলাম থেকে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
Post a Comment