আইপিএলে দল না পেয়ে আপসোস নেই, লিভিংস্টোনের প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান।
প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের জন্য ম্যাচ হারলেও আজকে আমাদের ব্যাটিংটা দুর্দান্তই হয়েছে। আবুধাবি টি-টেন লীগে নিজেদের ৩য় ম্যাচে জয় নিশ্চিতের পর সঞ্চালকের করা প্রশ্নে এমনটাই জানান বাংলা টাইগার্সের ক্যাপটেন সাকিব আল হাসান। রাতে নিজেদের ৩য় ম্যাচে দিল্লি বুলসের মুখোমুখি হয়েছিল বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১২৩ রান সংগ্রহ করেছিল দিল্লি।
ব্যাক্তিগত প্রথম ওভারটি করতে এসে ৫ বাউন্ডারিতে ২৫ রান খরচ করার পর ২য়বার নিজেকে বোলিংয়ে আনেননি সাকিব। জবাবে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই পাওয়ার হিটিং করতে পারছিল না হযরতুল্লা জাজাই। তবে ব্যাক্তিগত ৩৩ রানে শানাকার আউটের পর পিচে আসেন লিভিংস্টোন। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৩ ওভারে ৫৮ রান। এরপর যা করলেন লিভিংস্টোন সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না দিল্লি বুলসের ক্রিকেটারটার।
বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৫ বলে ৩ চার এবং ৫ ছক্কায় ফিফটি করেন লিভিংস্টোন, ফলে ২ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় বাংলা টাইগার্স। তাইতো ম্যাচ শেষে লিভিংস্টোনের প্রশংসার কমতি রাখেনি ক্যাপটেন সাকিব আল হাসান। প্রিয় দর্শক বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের সকল খবরাখবর সবার আগে দেখতে চোখ রাখুন স্পোর্টস ডেইলিতে।
Post a Comment