Header Ads

বাংলাদেশে লজ্জাজনক হার! বাকি ১ দিন



১ম টেস্টের ২য় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তবে কে জানতো বাংলাদেশও হাঠবে ঠিক একই পথে। অ্যান্টিগোয়া ও বারমুডাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশ থেকে ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

তবে তাসকিনের দুর্দান্ত বোলিং ঘূর্ণিতে ১৫২ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। তাসকিন একাই শিকার করেন ৬/৬টি উইকেট। ফলশ্রুতিতে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় ৩৩৪ রান। জবাবে ২য় ইনিংসে জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন জাকির হাসান। দলীয় ৭ রানে মাহমুদুল হাসান জয় এবং ব্যাক্তিগত ৪ রানে শাহাদাৎ হোসেন দিপুর আউটে বাংলাদেশ হারায় ২০ রানে ৩ উইকেট। ব্যাক্তিগত ১১এবং দলীয় ২৩ রানে আউট হন মুমিনুল। এরপর খানিকটা আগ্রাসী ব্যাটিং করে ১৮ বল থেকে ২০ রান করে সাজঘরে ফিরেন লিটন দাস। অর্থাৎ ৫৯ রানেই বাংলাদেশ হারায় ৫টি উইকেট

 মেহেদী মিরাজ এসে ভালো শুরু করলেও লম্বা করতে পারেনি রানের ইনিংস। ব্যাক্তিগত ৪৫ রানে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশ কাপ্তান। শেষ পর্যন্ত বাংলাদেশের ৪র্থদিনের খেলা শেষ হয় ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে। হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট অথচ লক্ষ্য আরও ২২৫ রান। প্রিয় দর্শক ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এইভাবে উইকেট বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয়না।

No comments

Powered by Blogger.